০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


১১১ সদস্যের নতুন কমিটি

মাওলানা ইসহাক খেলাফত মজলিসের আমির কাদের মহাসচিব

রাজধানীতে খেলাফত মজলিস কেন্দ্রীয় শূরার সাধারণ অধিবেশন : নয়া দিগন্ত -

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম স্থবিরতা সৃষ্টি হয়েছে। সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতন চরম আকার ধারণ করেছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। এক দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্য দিকে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এসব অনিয়ম, অব্যবস্থাপনা, জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা মোহাম্মদ ইসহাক খেলাফত মজলিসের আমির ও ড. আহমদ আবদুল কাদের মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেছেন। শূরা সদস্য ও সদস্যদের ভোটে নবনির্বাচিত আমিরে মজলিসকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল্লাহ ফরিদ। শূরা সদস্যদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে শপথবাক্য পাঠ করান আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে ২০২১-২২ সাংগঠনিক সেশনের জন্যে গঠিত ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ হচ্ছে :
আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, নায়েবে আমির অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, হাফেজ মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক সিরাজুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল কাদির সালেহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ সদরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, ডা: এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অ্যাডভোকেট মিজানুর রহমান, আহমদ আসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আবু সালেহীন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবু আদিবাহ, দাওয়াহবিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, পরিবেশবিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান, উলামাবিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, মহিলাবিষয়ক সম্পাদিকা উম্মে সুমাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার সাইফ উদ্দিন, মাস্টষ্টার সিরাজুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, বুরহান উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, ডা: হাসানুজ্জামান হেলাল, মুফতি সাইয়্যেদুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মাওলানা নুরুল আল মামুন, সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: ফয়জুল ইসলাম, সহ-প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা রায়হানা লোপা। সদস্য মাওলানা নুরুজ্জামান খান, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, প্রভাষক মো: আবদুল করিম, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ অলম, এম মোর্শেদ, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, হাজী নূর হোসেন, মাওলানা কাজী আসাদ উল্লাহ, মাওলানা আবদুল কাইউম সুবহানী, মাওলানা আফতাব উদ্দিন, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা আবদুল হাই, মাওলানা রুহুল আমীন চৌধুরী, মুফতি আবদুল হামিদ, মাওলানা আবদুল হক আমিনী, ডা: রিফাত হোসেন মালিক, মাওলানা আজিজুল হক, ডা: আবদুর রাজ্জাক, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ জন মহিলা সদস্য।


আরো সংবাদ



premium cement