০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সাংবাদিক শামসুল হুদার ইন্তেকাল

-

দৈনিক সংগ্রামের সাবেক মফস্বল সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সিনিয়র সদস্য কাজী শামসুল হুদা (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। দীর্ঘ দিন ধরে তিনি নানাবিধ রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছে।
গতকাল বাদ জোহর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার মসজিদে শামসুল হুদার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেনÑ ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সাহাদাত হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, নয়া দিগন্তের শিল্পী হামিদুল ইসলাম প্রমুখ। নামাজে জানাজা শেষে কালসী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।
কাজী শামসুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক কাজী মোক্তাদির অনিক। নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া দৈনিক সংগ্রাম পরিবারের পক্ষ থেকে গতকাল বাদ মাগরিব মরহুম শামসুল হুদার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জানা গেছে, ১৯৭৭ সালে শামসুল হুদা সাব এডিটর হিসেবে দৈনিক সংগ্রামে তার পথচলা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে তিনি সর্বশেষ মফস্বল সম্পাদক হিসেবে কর্মজীবন শেষ করেন। তিনি ২০১৫ সালে তিনি অবসরে যান।
ছাত্রশিবিরের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, তার ইন্তেকালে দেশ একজন দেশপ্রেমিক সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হারাল।
গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা ও আদায়ে তার দৃঢ় অবস্থান দেশপ্রেমিক ছাত্রজনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন।

 


আরো সংবাদ



premium cement
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা

সকল