২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধের দাবি

-

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী অসহায় মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সীমান্ত চাই নামে সংগঠনের চেয়ারম্যান আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন দেশের সচেতন যুব সমাজসহ সর্বস্তরের জনগণ এবং প্রবাসীদের সংগঠন রেমিট্যান্স ফাইটার অব বাংলাদেশের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা সীমান্তে হত্যা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে ৭ দফা দাবি জানানো হয়। এই দাবিগুলো হচ্ছেÑ সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সব সীমান্ত হত্যার বিচার, জাতীয় সংসদে সীমান্ত হত্যার জন্য ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ, প্রয়োজনে ভারতের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা, বিজিবির জনবল বৃদ্ধি এবং এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা, চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করা, ভারতের মতো বাংলাদেশ সীমান্তে কাঁটাতার, লিংরোড, হ্যালোজেন লাইট, ১০০ গজ পরপর বিজিবি ডিউটি পোস্ট স্থাপন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement