০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল

-

করোনাভাইরাসের কবল থেকে দেশবাসীকে মুক্ত রাখতে সবকিছু বন্ধ রেখেছে সরকার। সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে নতুন আদেশ জারি করেছে। নতুন সার্কুলারে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের জন্য পূর্বঘোষিত সরকারি ছুটি। সে হিসেবে ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্তই বাড়ল। এ ছাড়া আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটির সাথে ও ১৪ এপ্রিল পয়লা বৈশাখের জন্য সরকারি ছুটির আওতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেই হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। যদিও সাধারণ ছুটি ঘোষণার পর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণার দরকার হয় না। তবে এ বিষয়ে আলাদা পরিপত্র জারি হলেও হতে পারে।
এদিকে গত ১৮ মার্চ থেকে বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা ছিল আগামী ৯ এপ্রিল। এছাড়া ১০ ও ১১ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার। ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটির ও ১৪ এপ্রিল সরকারি ছুটি হওয়া শিক্ষপ্রতিষ্ঠানে ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি পেল।
তবে সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ এপ্রিলের পরও বাড়ানো হবে কি না সে নির্দেশনা সরকারের শীর্ষপর্যায় থেকে আসবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, করোনার আক্রমণ ও সার্বিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত জানানো হবে।

 


আরো সংবাদ



premium cement
রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার

সকল