০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


হাসপাতালে ডাক্তারদের জন্য এপিক হেলথ কেয়ারের পিপিই

-

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ডাক্তারদের রোগী দেখার সময় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য পিপিই প্রদান করেছে এপিক হেলথ কেয়ার। গতকাল মঙ্গলবার সকালে এসব পিপিই প্রদান করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে উপপরিচালক ডা: মো: আফতাবুল ইসলাম এসব পিপিই গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা: ফয়সল ইকবাল চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, ডিরেক্টর অপারেশন ডা: এনামুল হক, ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো: জসিম উদ্দিন, ম্যানেজার (মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক ও ম্যানেজার (মার্কেটিং) মো: আমিরুল ইসলাম।
এসব পিপিই গ্রহণ করে চমেক হাসপাতালের উপপরিচালক ও বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য এপিক হেলথ কেয়ারকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই দুর্যোগ মুহূর্তে এসব পিপিই ডাক্তার এবং রোগীদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখবে। এপিক হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে হাসপাতালগুলোতে সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে।

 


আরো সংবাদ



premium cement