২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘বৃত্তবন্দী’ করা হচ্ছে ক্রেতাদের

-

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরি পণ্যের দোকানের সামনে বৃত্ত এঁকে দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে দোকানের সামনে জেলা প্রশাসনের দেয়া বৃত্তাকার লাইনে দাঁড়িয়ে ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে নাগরিকরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীতে এবং গত বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেনের নির্দেশে নগরী এবং সব উপজেলায় এই কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরী, রাউজান, পটিয়া, হাটহাজারী ও সাতকানিয়া উপজেলায় কয়েকশ’ দোকানের সামনে বৃত্ত আঁকা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, মানুষ যেন নিরাপদ দূরত্বে থেকে জরুরি পণ্য কিনতে পারে, একজন যেন আরেকজনের সংস্পর্শে আসতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক এ উদ্যোগ নিয়েছে। ঘর থেকে বের হয়ে ক্রেতারা দোকানে যখন আসবে, তখন এই বৃত্তের মধ্যেই থাকতে হবে এবং সেখান থেকেই পণ্য সংগ্রহ করতে হবে। একটি বৃত্তের সাথে আরেকটি বৃত্তের দূরত্ব রাখা হচ্ছে কমপক্ষে এক মিটার কিংবা তারও বেশি। বৃত্ত আঁকার পর দোকানের মালিককে বলা হয়েছে, ক্রেতারা যেন সারিবদ্ধভাবে বৃত্তাকার স্থানে দাঁড়িয়ে পণ্য কেনে সেটা নিশ্চিত করতে। ভিড় কিংবা জটলা যেন কোনোভাবেই না হয়, সেটা নিশ্চিত করার জন্য মালিককে বলা হয়েছে। একসাথে বেশি ক্রেতা এলে বৃত্তাকার স্থানের নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। নিরাপদ সামাজিক দূরত্বের আদেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ডিসি নগরী ও চট্টগ্রামের সব উপজেলায় দোকানের সামনে বৃত্ত আঁকার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। সে অনুয়ায়ী গতকাল শুক্রবার মহানগরীতে জরুরি পণ্যের দোকানগুলোর সামনে বৃত্তাকার স্থান চিহ্নিত করার কাজ শুরু করি।


আরো সংবাদ



premium cement
ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বেনাপোলে সামুদ্রিক মাছের ট্রাকে ৪৭০ কেজি চিংড়ি আটক তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, লোডশেডিং রেকর্ড ৩২০০ মেগাওয়াট

সকল