৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নাজ গার্ডেনের মালিক শোকরানার সম্পদের হিসাব চেয়েছে দুদক

-

অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় বগুড়ার বিখ্যাত হোটেল নাজ গার্ডেনের মালিক মো: শোকরানার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে শোকরানাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদক পরিচালক কাজী শফিকুল ইসলামের সই করা নোটিশ শোকরানার বগুড়া সদরের ছিলিমপুর ঠিকানায় পাঠানো হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, মো: শোকরানা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে শোকরানাকে নিজের, তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান এ অভিযোগ অনুসন্ধান করছেন।


আরো সংবাদ



premium cement