০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিএনপি নেতা হাবিব-উন-নবী খানকে ৫ দিনের রিমান্ড

-

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দণি) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নাকচ করে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মামলার তদন্তকারী ডিবির এসআই আবদুর রহিম তাকে ঢাকার মহানগর হাকিম এ এইচ তোয়াহা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন চায়। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোহেলকে শাহবাগ থানায় অপর এক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। কিন্তু সিডি না থাকায় শুনানির জন্য ২৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন মো: ইকবাল হোসেন, সৈয়দ জয়নাল আবদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া, মোসলেহ উদ্দিন জসিম, উমর ফারুকী ফারুকী, নুরুজ্জামান তপন।
আইনজীবীরা আদালতে বলেন, যে অভিযোগে হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে, তা ঠিক নয়। বেগম খালেদা জিয়া বকশীবাজারের বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরার দিন ধার্য থাকায় সকাল থেকে মামলা চলাকালীন বিশেষ দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। এই আসামির নির্দেশে আইনশৃঙ্খলা বিঘœ, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত ভাঙচুর ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। এই অভিযোগে শাহবাগ থানায় যে মামলা হয়েছে তার সাথে হাবিব-উন-নবী খান সোহেল জড়িত নন। তা সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে তাকে এ মামলায় গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চায়। এই রিমান্ড আবেদন নাকচ করে তাকে জামিন দেয়া প্রয়োজন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল