১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিএনপি নেতা হাবিব-উন-নবী খানকে ৫ দিনের রিমান্ড

-

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দণি) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নাকচ করে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মামলার তদন্তকারী ডিবির এসআই আবদুর রহিম তাকে ঢাকার মহানগর হাকিম এ এইচ তোয়াহা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন চায়। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোহেলকে শাহবাগ থানায় অপর এক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। কিন্তু সিডি না থাকায় শুনানির জন্য ২৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন মো: ইকবাল হোসেন, সৈয়দ জয়নাল আবদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া, মোসলেহ উদ্দিন জসিম, উমর ফারুকী ফারুকী, নুরুজ্জামান তপন।
আইনজীবীরা আদালতে বলেন, যে অভিযোগে হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে, তা ঠিক নয়। বেগম খালেদা জিয়া বকশীবাজারের বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরার দিন ধার্য থাকায় সকাল থেকে মামলা চলাকালীন বিশেষ দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। এই আসামির নির্দেশে আইনশৃঙ্খলা বিঘœ, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত ভাঙচুর ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। এই অভিযোগে শাহবাগ থানায় যে মামলা হয়েছে তার সাথে হাবিব-উন-নবী খান সোহেল জড়িত নন। তা সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে তাকে এ মামলায় গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চায়। এই রিমান্ড আবেদন নাকচ করে তাকে জামিন দেয়া প্রয়োজন।


আরো সংবাদ



premium cement
ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ

সকল