০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


হাসপাতালে প্রার্থনা ও বই পড়ে দিন কাটছে অমিতাভের

হাসপাতালে প্রার্থনা ও বই পড়ে দিন কাটছে অমিতাভের - সংগৃহিত

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ধীরে ধীরে সেরে উঠছেন করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। হাসপাতালে বই পড়ছেন, প্রার্থনা করছেন। আর নিয়ম করে যেটা করছেন তা হল ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আপডেট দিয়ে চলেছেন তিনি। তাঁর সুস্থতা চেয়ে একনিষ্ঠভাবে প্রার্থনা করার জন্য সাম্প্রতিক ট্যুইটে তিনি অশেষ ধন্যবাদ জানিয়েছেন তাঁর ফ্যানেদের।

বৃহস্পতিবার রাতে করা ট্যুইটে অমিতাভ লিখেছেন, 'আমাদের শুভকামনার আপনাদের প্রচুর আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা পাচ্ছি sms, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ব্লগ ও সব সম্ভাব্য সোশ্যাল মিডিয়ায়। আমার ধন্যবাদের পরিসীমা নেই...হাসপাতালের প্রোটোকল খুব কড়া, তাই তার থেকে বেশি কিছু বলতে পারছি না...love। '

গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ ও তার ছেলে অভিষেক বচ্চন। পরদিনই বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর ৮ বছরের কন্যা আরাধ্যার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। তাদের বাড়িতেই কোয়ারানটিনে রাখা হয়েছে। তবে জয়া-সহ বচ্চন পরিবারের অন্যান্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement