২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সিলেটে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন

সিলেটে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন - ছবি : নয়া দিগন্ত

সিলেট তামাবিল মহাসড়কে মানুষের নিরাপত্তা ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবারের এ অবরোধ কর্মসূচিতে তামাবিল মহাসড়ক মৃত্যুর আরেক নাম, আমরা আর মরতে চাই না, প্রশাসনের কাছে আমাদের দাবি যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, লাইসেন্সবিহীন ড্রাইভারদের যানবাহন চালানো বন্ধ করতে হবে, এবং চোরাই পণ্যবাহী নম্বরবিহীন ডিআই পিকআপ গাড়ি তামাবিল মহাসড়কে বন্ধ ঘোষণার দাবি জানান তারা।

অবরোধ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সিলেটের সহকারি পুলিশ সুপার উত্তর (সার্কেল) শাহিদুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজেদুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জেলা পুলিশের টিআই (প্রশাসন) রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য মুজিবুর রহমান, বাদশাহ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: কুতুব উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মুছাব্বির ফরিদ, ইউপি সদস্য অহিদুর রহমান ও শরিফুল ইসলাম।

স্থানীয়দের দাবি বাস্তবায়নে প্রশাসনের আহ্বানে বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে সিলেট তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে নিহতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তার কথা জানানো হয়।

উল্লেখ্য: সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে (১৮ মার্চ) পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

নিহত ছয়জন হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), পুত্রবধূ সুচিতা পাত্র (৩০), নাতনি বিজলী পাত্র (৬ মাস), একই গ্রামের নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (৩৫), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও নৃপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)।

 


আরো সংবাদ



premium cement