২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ১ ঘণ্টা বিলম্বে কপাল পুড়ল ২ শিক্ষার্থীর

পরীক্ষার্থী নাইমুল ইসলাম ও হাবিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসির শেষ দিনে দু’শিক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে আসায় কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় তাদের কপাল পুড়েছে।

শনিবার (২৭ মে) ভোলাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের। তারা হলো উপজেলার আদ্রা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ভোলাইন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী নাইমুল ইসলাম এবং পুজকরা গ্রামের জসিমের ছেলে পুজকরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী হাবিবুর রহমান।

ছোট্ট ওই ভুলের কারণে শিক্ষাজীবন থেকে একটি বর্ষ নষ্ট হলো। ২০২৩ শিক্ষাবর্ষে দু’শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলো না।

এ ব্যাপারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থী নাইমুল ইসলাম ও হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখা কারণে পদার্থবিজ্ঞান বিষয়টি স্থগিত হয়েছে। পরবর্তীতে কোন দিন পরীক্ষাটি হবে এটা আমরা জানতাম না। বিদ্যালয় থেকে সকাল সোয়া ১০ টায় ফোন দেয়ায় আমরা জানতে পারি আজকে পরীক্ষা। তারপর দ্রুত আমরা পরীক্ষার উদ্দেশে রওনা হলেও পৌঁছাতে আমাদের এক ঘণ্টা বিলম্ব হয়ে যায়। এজন্য আমাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

পুজকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম চৌধুরী বলেন, আমি বিদ্যুশাহী সদস্য আব্দুল্লাহ মাধ্যমে পরীক্ষার্থী হাবিবুর রহমানের বাড়িতে খবর পাঠিয়েছি। এরপরও তারা এক ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছে। পরীক্ষার দীর্ঘ সময় অতিক্রম হওয়ায় ও নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় কেন্দ্র সচিব তাদের প্রবেশ করতে নিষেধ করেছেন।

ভোলাইন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মোখা কারণে স্থগিত পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে। সকল শ্রেণিকক্ষে গিয়ে ঘোষণা দিয়েছি। আজকে পরীক্ষা চলাকালীন তারা দু’জন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন মাধ্যমে ও মোবাইল ফোনে যোগাযোগ করে খবর পাঠিয়েছি। এরপরও তারা এক ঘণ্টা পর কেন্দ্রে এসেছে। তখন আর পরীক্ষায় অংশ গ্রহণ করার কোনো সুযোগ ছিল না।


আরো সংবাদ



premium cement