০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার ইসলামী মহাসম্মেলন

‘বালা-মুসিবত থেকে বাঁচতে কুরআন মেনে চলতে হবে’

দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার ইসলামী মহাসম্মেলন - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জোহরের নামাজের পর প্রতিষ্ঠানটির ৫৫তম মহাসম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল বাসেত খান সিরাজী।

সম্মেলনে নিজের বক্তৃতায় তিনি বলেন, দুনিয়ার সকল বালা-মুসিবত, আজাব-গজব থেকে বাঁচতে হলে পবিত্র কুরআনের মোতাবেক জীবনযাপন করতে হবে। নবী করিম সা:-এর মুহাব্বত ও পবিত্র কুরআনের বিধান থেকে সরে যাওয়ায় আজ দুনিয়ায় বালা মুসিবতসহ একের পরে এক আজাব আসছে। সে কারণে আমাদেরকে পবিত্র কুরআন ও নবী করিম সা:-এর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমা থেকে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে মাওলানা আবদুল মুবিন ও মাওলানা আমিনুল ইসলামের যৌথ সভাপতিত্বে আরো বয়ান করেন, পটিয়া মাদরাসার মুফতি মাওলানা আহমদ উল্লাহ্, মাওলানা সৈয়দুল হক আরমানী, মাওলানা কাজী আক্তার হোসাইন, মাওলানা সালাউদ্দিন নানুপরি, হাটহাজারীর মাওলানা ফোরকান উল্লাহ্ নানুপরি, মাওলানা কাজী নুরুল্লাহ্ প্রমুখ।


আরো সংবাদ



premium cement