২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মেয়র পদ হারাচ্ছেন কাদের মির্জা!

মেয়র পদ হারাচ্ছেন কাদের মির্জা! - ছবি- সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল ও মেয়রের পদ থেকে বহিষ্কার হচ্ছেন। রোববার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এমনটাই জানিয়েছেন।

৩৮ মিনিট ১৭ সেকেন্ডের লাইভে কাদের মির্জা বলেন, আমার জীবনে হয়তো জনপ্রতিনিধি বা পৌরসভার মেয়র হিসেবে (১৩ জুন) শেষ দিবস। তাই কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজ (রোববার) সকাল ৯টার দিকে মোবাইলে একটা কল পেয়েছি। নোয়াখালীর একজন ত্যাগী নেতা আমাকে ফোন দিয়ে বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) আমাকে নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনাকে বলেছেন, তিনি (ওবায়দুল কাদের) গতকাল (শনিবার) নাকি আমাকে বহিষ্কারের জন্য নেত্রীকে অনুরোধ করেছেন। এরপর নেত্রী নাকি ওই নির্দেশ দিয়েছেন।’

কাদের মির্জা বলেন, ‘তবে আমি খবর নিয়ে জেনেছি ওবায়দুল কাদের নেত্রীকে বলেছেন যে আমাকে (ওবায়দুল কাদেরকে) সরিয়ে দিন। আমি এভাবে দল ও সরকারের দায়িত্ব পালন করতে পারছি না। ছোট ভাই কাদের মির্জা আমাকে (ওবায়দুল কাদের) অপমান করেছে। নেত্রী শেখ হাসিনা উনাকে বলেছেন, সেটা তোমার পারিবারিক বিষয়, তুমি দেখ। এখন তিনি (ওবায়দুল কাদের) মিথ্যাচার করছেন আমাকে (কাদের মির্জা) নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।’

কাদের মির্জা বলেন, ‘সকালে এ কথা জানার পর আমি পৌরসভার দাফতরিক সব দস্তখত দিয়ে শেষ করেছি। নেত্রীর নির্দেশ পেলে দল ও পৌরসভার পদ থেকে বিদায় নেব। নেত্রী ব্যস্ত মানুষ। তিনি হয়তো সময় পাবেন না। তবে সাথে যারা থাকেন তাদের কেউ মেসেজ দিলেও হবে।’

তিনি বলেন, ‘দল থেকে বিদায় নিলেও পৌরসভায় একটি কক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের অফিস করেছি। বহিষ্কারের পর সেখানে বাধা দিলে বা বসতে না দিলে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন ও বঙ্গবন্ধুর আদর্শের জয়গান গাইবো।‘

কাদের মির্জা প্রশ্ন রেখে বলেন, ‘ওবায়দুল কাদেরকে আমি কিসের অপমান করেছি? তার সাথে দেখা করেছি..., বললেন, ‘শান্ত থাক’। এর দু’দিন পর উনার ভাগ্নের নেতৃত্বে আমার নয়জন ছেলেকে গুলি করা হলো। কোনো বিচার পাইনি।’

মেয়র কাদের মির্জা দাবি করেন, ‘আমি কেন? কোম্পানীগঞ্জের একটা পাগলও বলবে যে গত পাঁচ মাস এখানকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য ওবায়দুল কাদেরই দায়ী। এটা বলা অপরাধ হলে আমাকে বহিষ্কার করে দিন।’

কাদের মির্জা বলেন, ‘আমার নেতাকর্মীরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে। আমি লোকজনকে কত শান্ত করে রাখব। আমার সাথে যত ওয়াদা করেছেন একটাও পালন করেননি ওবায়দুল কাদের।’

তিনি আরো বলেন, ‘আপনার (ওবায়দুল কাদের) বউয়ের কিচ্ছা আবুল ফজল লিখলেও শেষ করতে পারবে না। তিনি (ইসরাতুন্নেছা কাদের) কোথায় কোথায় রাতে থাকেন, দেশের বাইরে গিয়ে কোন কোন দেশে কী কী করেন সব আমি জানি। সেটা পরে আরেক দিন বলব।’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশে আপনি যাদের নমিনেশন দেন তারা কে কী করে তাদের সেই চেহারাটা কী আপনি দেখেছেন? যাদের কোনো অতীত নেই, তাদেরই নমিনেশন দেন আপনি।’

এ সময় কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে নিজের ঘোষিত প্রার্থীদের তালিকা বাতিল ঘোষণা করেন কাদের মির্জা। তিনি বলেন, ‘এ ঘোষণা দেবেন একমাত্র শেখ হাসিনা। তিনি যাদের মনোনয়ন দেবেন তারা যদি যোগ্য হয় তাহলে তাদের পক্ষে কাজ করবেন তিনি।’

এ দিকে বহিষ্কার হলে পৌরসভার পরবর্তী উপনির্বাচনে আবারো দাঁড়িয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করবেন বলেও জানান দেশব্যাপী আলোচিত বসুরহাটের মেয়র। যদিও এর আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার করেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement
দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪ নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ গাজীপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

সকল