২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আগুনে পুড়ে গেল মনোয়ারা বেগমের কষ্টের সম্পদ

আগুনে পুড়ে গেছে গোয়াল ঘর ও গবাদি পশু। - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় আগুনে পুড়ে গেছে এক নারীর কষ্টে গড়া গোয়ালঘরসহ একমাত্র বসতঘরটি।

বুধবার বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ততক্ষণে দুটি ঘর পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়।

জানা যায়, স্বামীহারা ইন্দ্রারচর গ্রামের মনোয়ারা বেগম জীবনযুদ্ধে কঠোর পরিশ্রম করে ঘর দুটি তৈরি করেন। ধীরে ধীরে যাবতীয় আসবাবপত্র, ফ্রিজ ও টিভিতে সাজিয়েছেন সংসার। বুধবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে যায় সব স্বপ্ন।

মনোয়ারা বেগমের ছেলে মো: ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পুরে যায় ঘরের সবকিছু। জমির দলিল, ইন্স্যুরেন্স কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গোয়াল ঘরে থাকা একটি বড় গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।


আরো সংবাদ



premium cement