২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সীতাকুণ্ডে বিনামূল্যে সুন্নাতে খতনা, চিকিৎসা সেবা ক্যাম্প

সীতাকুণ্ডে বিনামূল্যে সুন্নাতে খতনা, চিকিৎসা সেবা ক্যাম্প - ছবি : নয়া দিগন্ত

সীতাকুণ্ডে বিনামূল্যে সুন্নাতে খতনা, চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দক্ষিণ কোদারখীল ফোরকানীয়া মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠার ১২০ বছর উদযাপন উপলক্ষে এবং ফোরকানীয়া কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী মসজিদ প্রাঙ্গনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম আই এইচ টির সহকারী পরিচালক ডা: মিছবাহুল আলম ও ডা: নাজমুল হাসান আসিফ।

খতনা ক্যাম্প পরিচালনা করেন ডা: এম এন পাশা ও ডা: নুরুল আবছার।

এ ছাড়া রক্তের গ্রুপ নির্ণয় করেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

অনুষ্ঠানে ১৫ জন কিশোরকে সুন্নাতে খতনা ও ২৭৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১৫৭ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়।

মসজিদ পরিচালনা কমটির সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় সেবা প্রদান পূর্বক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: সাইফুল ইসলাম, মহিম উদ্দিন, ফখরুল ইসলাম সোহেল ও নাহিদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement