২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চকরিয়ায় ১২ ঘণ্টার ২ সড়ক দুর্ঘটনা : ৪ জনের মৃত্যু, আহত ১০

চকরিয়ায় ১২ ঘণ্টার ২ সড়ক দুর্ঘটনা : ৪ জনের মৃত্যু, আহত ১০ - ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর ও বানিয়ারছড়াস্থ মহেষখালীপাড়া রাস্তার মাথায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম নয়া দিগন্তকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার অভিমুখী একটি মাইক্রোবাস ও এনা পরিবহনের সাথে সংঘর্ষে মাইক্রোবাস পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আবু তালেব (৩০) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতরভাবে আহত সুনিল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২) ও ওসমানকে (২৩) চকরিয়া হাসপাতালে আনা হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদু রশিদ ও ওসমান ছাড়া অপর পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী মিনিট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তারা হলেন বরইতলী ইউনিয়নের ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়ার সামশুল আলম (৩০)।


আরো সংবাদ



premium cement