২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মঞ্চ সরিয়ে নিলেন কাদের মির্জা

-

কোম্পানীগঞ্জের বসুরহাট রুপালী চত্বরে দীর্ঘ দুই মাস ধরে যে মঞ্চ থেকে প্রতিনিয়ত দলের কতিপয় নেতার সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছিলেন মঙ্গলবার রাতে প্রশাসনের চাপের মুখে সেটি সরিয়ে নিলেন আবদুল কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি।

বসুরহাট পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের রুপালী চত্বরে বাঁশের খুঁটি পুঁতে ও কাঠ দিয়ে মঞ্চ তৈরি করেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, আবদুল কাদের মির্জাকে তার মঞ্চ সরিয়ে নিতে বলা হলেও তিনি তা সরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমাসহ পুলিশ ঘটনাস্থলে গেলে তিনি মঞ্চটি সরিয়ে নিতে রাজি হন এবং একপর্যায়ে তিনি মঞ্চটি সরিয়ে নেন।


আরো সংবাদ



premium cement