১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


চাঁদপুরে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু

-

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার আরো দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর এলাকার জাহাঙ্গীর প্রধানিয়া (৪৫) ও জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান চৌধুরীর (৬৫) মৃত্যু বরণ করেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে জাহাঙ্গীর প্রধানিয়া চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির এক ঘণ্টা পর দুপুরে মারা যান। অন্যজন জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান চৌধুরী করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে অ্যাম্বুলেন্স করে ঢাকা নেয়ার পথে রাত ২টার দিকে পথিমধ্যে মৃত্যুবরণ করেন। তার বাড়িও মতলব পৌরসভার কলাদী এলাকায়। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ ব্যবস্থায় তাদের দাফন করা হয়।

এদিকে চাঁদপুরে বৃহস্পতিবার নতুন আরো ৩৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ফরিদগঞ্জের ১৫ জন, চাঁদপুর সদর উপজেলায় ৯ জন, হাইমচরে ৪ জন, মতলব দক্ষিণে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, হাজীগঞ্জের ২ জন রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ১০৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকি ৭১টি নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৮ জন। এ পযর্ন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৬৬ জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৩১ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪৮১ জন, মতলব দক্ষিণে ১৪২ জন, ফরিদগঞ্জে ১৪৪ জন, শাহরাস্তিতে ১২৮ জন, হাজীগঞ্জে ১১৮ জন, হাইমচরে ৯০ জন, মতলব উত্তরে ৭৭ জন ও কচুয়ায় ৫১ জন। এ পযর্ন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬৬ জন মৃত্যুবরণ করেণ। এদের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।


আরো সংবাদ



premium cement
সংস্কৃতিতে আরো বেশি শ্রম-মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী

সকল