২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৭৯৩ জন

কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৭৯৩ জন - সংগৃহীত

বিদেশ ফেরত প্রবাসীদের অনেকেরই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা কমে এসেছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন ১১ জন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, বর্তমানে এনিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৯৩ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫১ জন, মারা গেছেন ৫ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীও।


আরো সংবাদ



premium cement