২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর বাড়িতে হামলা, ভাঙচুর

-

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাসার দরজা, ১৫টি চেয়ার ও বাড়ির সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।  বুধবার বিকেল শহরের গোডাউন রোড এলাকায় এ্যানী চৌধুরীর বাসভবনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় এ্যানী বাসায় ছিলেন না। তিনি ঢাকায় রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতারা জানান, লক্ষ্মীপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ এ্যানী চৌধুরীর বাসার হলরুমে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান নেতাকর্মীদের নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলরুমে ঢুকে দরজা, অন্তত ১৫ টি চেয়ার ও বাসার সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেছেন, হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুঠোফোনে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে ৩০-৩৫টি মোটর সাইকেল নিয়ে অতর্কিত হামলা করে। এনিয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার বাসায় ৪ বার হামলা করেছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন ছাত্রলীগের নেতাকর্মীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।


আরো সংবাদ



premium cement
ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু

সকল