০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


শক্তি ফাউন্ডেশনের সাথে টেলিনর হেলথের চুক্তি

-

সুবিধাবঞ্চিত নারীদের জন্য কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় শক্তি ফাউন্ডেশনের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ। সম্প্রতি শক্তি ফাউন্ডেশন কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ অংশীদারিত্বের ফলে টেলিনর হেলথ দেশজুড়ে শক্তি ফাউন্ডেশনের কর্মীদের ওপিডি কাভারেজসহ ডিজিটাল স্বাস্থ্যসেবা (টনিক সেবা) প্রদান করবে। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, পিএইচডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর হেলথের সিসিও অ্যান্ড্রিউ স্মিথ, প্রতিষ্ঠানটির হেড অব বিটুবি লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ মোবায়দুর রহমান, লিড ম্যানেজার বিটুবি সেলস মাহমুদ আফসার ও কি অ্যাকাউন্ট ম্যানেজার বিটুবি সেলস এম আরিফিন আনিক এবং শক্তি ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক মাহফুজুর রশিদ ও সংস্থাটির হেড অব এইচআর আসমা বেগম। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement