৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নর্দান ভার্সিটিতে সত্য-মিথ্যা নির্ধারণে মানুষের জবানবন্দীর বৈজ্ঞানিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

-

গতকাল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদের উদ্যোগে ‘সত্য-মিথ্যা নির্ধারণে মানুষের জবানবন্দীর বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে অনুষদের ডিন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং প্রোভিসি অধ্যাপক ড. আনোয়ারুল করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশ বিশেষ শাখার ডিআইজি মো: তওফিক মাহবুব চৌধুরী। আইন অনুষদের ডিন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ বলেন, আইনের ছাত্রছাত্রীরা তাদের পেশাগত জীবনে দক্ষতার সাথে কর্মসম্পাদনের জন্য এ ধরনের সেমিনার থেকে বিশেষ লাভবান হতে পারে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement