২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কৃষক লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের রাস্তার পাশে জব্দকৃত সরকারি গাছ। - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে সরকারি রাস্তার পাশের মেহগনি গাছ অবৈধভাবে কাটার অভিযাগ উঠেছে উপজেলা কৃষক লীগ সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সেলিম খানের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে উপজেলা বন বিভাগের সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির শাহাজাদা গাছগুলো জব্দ করেন।

জানা গেছে, উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কেওড়াবুনিয়া গ্রামের রাস্তার পাশে বন বিভাগের তত্ত্বাবধানে রোপনকৃত গাছ কাটার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান। এ সময় বন বিভাগের সহকারী ইনচার্জ হুমায়ুন কবির শাহাজাদাসহ তার অফিসের লোকজন গাছগুলো জব্দ করেন এবং অফিসে নিয়ে যান।

স্থানীয়রা জানান, বন বিভাগের লোকজন পৌঁছানোর আগেই গাছের এক অংশ স্থানীয় স’মিলে সরিয়ে ফেলেন। এ খবর পেয়ে সেখান থেকে বন বিভাগের লোকজন গাছ উদ্ধার করে অফিসে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, কৃষক লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সেলিম খানের সরকারি গাছ কাটা ঠিক হয়নি। এটা ক্ষমতার অপব্যবহার।

ক্যাপ্টেন অব: সেলিম খান বলেন, ‘আমার নিজের জমিতে রোপন করা গাছ কেটেছি। বন কর্মকর্তারা এলে আমি তাদের সহযোগিতা করি। তাদের দাবি, এই গাছ তাদের এরিয়ার ভিতর। তবে আমি অপরাধী না। আমি পালাইনি। তারা যে ব্যবস্থা নিবেন তা আমি মাথা পেতে নিব।’

বেতাগী উপজেলা সহকারী বন কর্মকর্তা হুমায়ুন কবির শাহজাদা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গাছ কাটায় অভিযুক্ত সেলিম খানকে নিয়ে গাছগুলো জব্দ করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন বলেন, ‘ইতোমধ্যে এ ব্যাপারে আমাকে অবগত করা হয়েছে। কাটা গাছগুলো জব্দ করা হয়। বিষয়টি খতিয়ে দেখে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'


আরো সংবাদ



premium cement