২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় সোনারতরী বাস উল্টে খাদে, আহত ১২

বরগুনায় সোনারতরী বাস উল্টে খাদে, আহত ১২ - ছবি : নয়া দিগন্ত

বরগুনা সড়ক ও আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা বাড়ছেই, কিছুতেই যেন তা রোধ করা যাচ্ছে না। শনিবারও ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গিয়েছে, যাতে আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী।

রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের গলাচিপা নামক বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত কোন নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সোনারতরী বাস ভোরে ১৫ জন যাত্রী নিয়ে সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের গলাচিপা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১২ জন যাত্রী আহত হওয়ার খবর জানা গেছে।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চলতি দা:) জাহাঙ্গীর আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement