২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঘূর্ণিঝড় জাওয়াদ : বরগুনা উপকূলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদ : বরগুনা উপকূলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরগুনা উপকূলে রোববার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অফিসের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়েছে।

অন্যদিকে ঘটে যাওয়া বিভিন্ন সময়ের বন্যা উপকূলবাসীকে আজও কাঁদাচ্ছে। তবুও স্থায়িত্ব ও মজবুত বেরিবাধ নির্মাণ হয়নি দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায়। বন্যার কোনো আভাস ছাড়াও গুড়ি বৃষ্টি ও বাতাসে উপকূলবাসীর মনে আতঙ্ক বিরাজ করে বেড়ায় প্রতিনিয়ত। উপকূলবাসী জানেন না এ আতঙ্ক থেকে কবে রেহাই পাওয়া যাবে।

দেখুন:

আরো সংবাদ



premium cement