২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাঁচতে চান মেধাবী শিক্ষার্থী শারমিন, সাহায্যের আবেদন দিনমজুর বাবার

বাঁচতে চান মেধাবী শিক্ষার্থী শারমিন, সাহায্যের আবেদন দিনমজুর বাবার - ছবি : নয়া দিগন্ত

বরগুনা জেলার বেতাগী উপজেলার মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তার (১৫)। দীর্ঘ দিন ধরে আক্রান্ত ব্রেইন টিউমারে। চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা করাতে দরকার অনেক টাকার। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা আবদুল হালিম।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হালিম। পাঁচ সদস্যের পরিবার তার। কাজ করেন দিনমজুরের। ফলে পাঁচ সদস্যের পরিবার নিয়ে আয়ের টাকায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে তার জন্য। এর মধ্যেই ব্রেইন টিউমার ধরা পড়ে মেয়ে শারমিন আক্তারের। উন্নত চিকিৎসার জন্য দরকার লাখ লাখ টাকা। দিনমজুরের কাজ করে যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয় আবদুর রহিমকে সেখানে মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলে জানান স্বজন ও এলাকাবাসী।

সংবাদকর্মী সজল মাহমুদ জানায়, ‘তার পরিবারের পক্ষে দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকাও কষ্টকর। এরপর মেয়েকে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না।’

প্রতিবেশী একাধিক ব্যক্তি জানান, ‘টাকার অভাবে শারমিনের উন্নত চিকিৎসা অনিশ্চিত হওয়ার পথে। তিন ভাই বোনের মধ্যে শারমিন মেঝ। বড় ভাই বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ ছাড়া চার বছরের এক ছোট বোন রয়েছে। তার মা কুলসুম বেগম গৃহিণী।

এ বিষয় শারমিন আক্তারের মা কুলসুম বেগম জানায়, পাঁচ সদস্যের পরিবার চলে আমার স্বামীর একার সামান্য রোজগারে। এখন কেউ সাহায্য না করলে মেয়ে শারমিনকে বাঁচানো যাবে না।

বাবা হালিম বলেন, ‘দিন আনি দিন খাই। কোনো দিন কিছুই কামাই করতে পারি না। এমন সময় আল্লাহ বিপদ দেছে, কেমনে যে অপারেশন করাইয়া মাইয়াডারে বাঁচামু?’

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মন্নান বলেন, ‘আমরা ইতোপূর্বেও তাকে সাহায্য করেছি। তবে তার উন্নত চিকিৎসার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।’


আরো সংবাদ



premium cement