২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আমতলীতে কাথা দিয়ে মোড়ানো নবজাতক উদ্ধার

আমতলীতে কাথা দিয়ে মোড়ানো নবজাতক উদ্ধার - ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে কাথা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। নবজাতকটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মো: নেছার উদ্দিন (২৮) শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় প্রতিবেশী ধান চাল ব্যবসায়ী মো: নাসির উদ্দিনের বাসার সামনে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে সেখানে যান। গিয়ে দেখেন দরজার সামনে বসার বেঞ্চের নিচে একটি নবজাতক শিশু কাথা দিয়ে মোড়ানো অবস্থায় কাদছেন। তখন নেছার উদ্দিন বাসার আশপাশের লোকজনেদের ডেকে আনেন।

স্থানীয়দের সহযোগিতায় আমতলী হাসপাতালের সামনের জামাই হোটেলের মালিক ইমরান গাজীর স্ত্রী হনুফা বেগম মেয়ে নবজাতকটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার এসআই মো: আবুল বাশার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আবুল বাশার ও হনুফা বেগম পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement