২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে রোজায় অর্ধেক ভাড়া নিচ্ছেন রিকশাচালক

রিকশাচালক ইউসুফ দরানী : নয়া দিগন্ত -

তিন দশক ধরে রিকশা চালান ইউসুফ দরানী (৪৫)। পবিত্র রমজান উপলক্ষে অর্ধেক ভাড়ায় তিনি রোজাদারদের গন্তব্যে পৌঁছে দেন। পিরোজপুর শহরের এই রিকশাচালক আগামী ২০ রমজান পর্যন্ত অর্ধেক ভাড়ায় যাত্রী পরিবহন করবেন। রোজা উপলক্ষে তার এ উদ্যোগ পিরোজপুরে ব্যাপক প্রশংসিত। এছাড়াও, ইউসুফ এ রমজানে ৯টি পরিবারকে ইফতারসামগ্রী দিয়েছেন। ঈদে ১৫ ব্যক্তিকে নতুন কাপড় দিবেন বলেও সঙ্কল্প করেছেন তিনি।
ইউসুফের বাড়ি পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামে। স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে। ছেলে ঢাকায় থাকেন। একটি মেয়ে আছে তার, তাকেও বিয়ে দিয়েছেন। রোজা উপলক্ষে রোজাদারদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার একটি বার্তা তিনি রিকশার পেছনে সাঁটিয়ে রেখেছেন। ইউসুফ বলেন, রমজান মাসে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পণ্যের দাম কমিয়ে দেয়া হয়। এটা জেনে তিনিও সিদ্ধান্ত নেন, রোজাদার যাত্রীদের কাছ থেকে তিনি অর্ধেক ভাড়া নেবেন। তিনি আরো বলেন, ‘রোজাদারদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে চাইলেও এখন তিনি সবার কাছ থেকেই অর্ধেক ভাড়া নিচ্ছিন। কে রোজাদার আর কে না, তা জিজ্ঞাসা করি না। তাই সবার কাছ থেকেই অর্ধেক ভাড়া নিচ্ছি।
ইউসুফ জানান, ২৯ বছর ধরে তিনি রিকশা চালান। শিক্ষার্থীদের কাছ থেকেও তিনি কম ভাড়া নেন। কোনো শিক্ষার্থী দরিদ্র পরিবারের হলে তার কাছ থেকে তিনি টাকা নেন-ই না। পিরোজপুর পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, রাতে আমি ইউসুফের রিকশায় যাই। ভাড়া দেয়ার পর তিনি আমাকে অর্ধেক টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে অর্ধেক ভাড়া নিচ্ছেন তিনি। রমজান উপলক্ষে একজন রিকশাচালকের এমন কাজ প্রশংসনীয়। উদীচী শিল্পীগোষ্ঠীর পিরোজপুর জেলা শাখার সভাপতি খালিদ আবু বলেন, রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। সেখানে একজন রিকশাচালক যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ কাজ অনুকরণীয় হওয়ার মতো। ইউসুফকে তিনি অনেক দিন ধরে জানেন। তিনি শিক্ষার্থী ও দরিদ্র মানুষের কাছ থেকেও কম ভাড়া নেন।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল