০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সাভারে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

-

সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তৃপক্ষের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। মৃত রোগীর নাম নাহার (৪৮)। তিনি সাভারের ইমান্দিপুর চৌরাস্তার হাজী আব্দুল মান্নানের স্ত্রী। দীর্ঘ দিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন।
মৃতের স্বামী মান্নান বলেন, গত শুক্রবার আমার স্ত্রী নাহারকে সাভারের পলাশ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার বলেন অপারেশন করতে হবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে দেখা যায় রোগীর রক্তচাপের সমস্যা আছে। এ জন্য অপারেশন এক দিন পরে করার সিদ্ধান্ত নেয় তারা। এক দিন পর অপারেশন করার পর আমাদের রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
মৃতের মেয়ের জামাই হুমায়ুন অভিযোগ করেন, এই হাসপাতালে কোনো ডাক্তারই থাকেন না। ডিউটি ডাক্তার নামে দুইজন ডাক্তার ডিউটি করেন। আর যদি সিজার ও অন্যান্য অপারেশন করতে হয় তাহলে ডাক্তার ভাড়া করে আনেন। আমার শাশুড়ির অপারেশন করেছেন ডা: পলাশ। তাকেও খবর দিয়ে আনতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের গাফিলতির জন্য আমার শাশুড়ি মারা গেছেন।
চিকিৎসক সৈয়দ মোকাররম হোসেন পলাশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো। যদি ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয় তাহলে যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল