০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ফুটপাথ দখল করে আ’লীগ নেতার দোকান, ঝুঁকি নিয়ে চলাচল

ফুটপাথে আ’লীগ নেতার দোকান, রাস্তায় রাখা হয়েছে বাইক, ঝুঁকি নিয়ে চলছে পথচারী : নয়া দিগন্ত -

মাদারীপুর সরকারি কলেজ রোড এলাকায় ফুটপাথের একটি অংশ অবৈধভাবে দখল করে জেলা আওয়ামী লীগের এক নেতা চারটি টিনশেড দোকানঘর তুলেছেন। রাতারাতি দোকানঘরগুলো নির্মাণের পরে তা ভাড়াও দেয়া হয়েছে। ফুটপাথে দোকান থাকায় রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ব্যস্ততম এই সড়কটি দিয়ে নিয়মিত স্কুল, কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। এর জন্য সড়কটির দু’পাশেই ফুটপাথ রয়েছে। কলেজের পেছনের গেটের সামনে তিন থেকে চার দিনের মধ্যে টিনশেড চারটি দোকানঘর তুলেছেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বাবু শরীফ। দোকানঘর তোলার পরপরেই দোকান প্রতি ২০ হাজার টাকা অগ্রীম নিয়ে দোকানিদের কাছে প্রতি মাসে দোকান প্রতি দুই হাজার টাকার চুক্তিতে ভাড়া দিয়েছেন এই নেতা।
স্টার কফি বারের দোকানি রিফাত ফুটপাতের দোকান সম্পর্কে বলেন, ‘আমি দোকান ভাড়া নিয়েছি। ফুটপাথ তো আর আমি দখল করি নাই। দোকান ভাড়া নেয়ার আগে ২০ হাজার টাকা অ্যাডভান্স আর মাসিক দুই হাজার টাকা চুক্তিতে আওয়ামী লীগ নেতা বাবু শরীফের কাছ থেকে আমি দোকানটি নিয়েছি।’
ফুটপাথে দোকানঘর তোলার বিষয় স্বীকার করে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু শরীফ বলেন, ‘কলেজ রোডে আরো আগে থেকেই আমার দোকান ছিল। নতুন রাস্তাটি করার সময় দোকানঘর ভাঙা পড়ে। ফুটপাথের পাশে আমার জমি রাখা আছে। নতুন করে টিনশেডের দোকান করার সময় দেড় ফিটের মতো ফুটপাথে ঢুকে পড়েছে। এ বিষয়টি আমি মেয়র ও কাউন্সিলরকে জানিয়েছি। কাঁচা দোকানঘর, পৌরসভার প্রয়োজনে ভেঙে ফেলতে বললে ভেঙে ফেলব।’
এ বিষয়ে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘পৌরসভার সড়কের ফুটপাথ দখল করে নতুন কয়েকটি দোকান তোলার বিষয়ে শুনেছি। তবে পৌরসভার বাসিন্দারা চাইলে সে যেই হোক ফুটপাথ দখল করে দোকানঘর রাখতে পারবে না। বিষয়টি আমরা সরেজমিনে গিয়ে দেখব।’
এ সম্পর্কে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘ফুটপাথ দখল করে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি করার সুযোগ নেই। কলেজ রোডে যে ফুটপাথ দখল করে দোকানঘর নির্মাণ করেছে সেটি ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে।’

 


আরো সংবাদ



premium cement
পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের নেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি ইনসুলিন দিয়ে ১৭ রোগী হত্যা, মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন

সকল