২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মদনে দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

-

জমিসংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার মদনে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে ৯ জনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে নবাব আলী (৭৫), তার পাঁচ ছেলে এবং প্রতিপক্ষ মানিক মিয়ার ভাই মান্নান (৩৫), হান্নান (৪০) ও আলমের (২৫) অবস্থা আশঙ্কাজনক।
মদন হাসাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শতাব্দি পাল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শুধু বাসির মিয়াকে মদন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলী ও একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে মানিক মিয়ার গোবিন্দপুর হাওরে পাশাপাশি জমি রয়েছে। রোববার সকালে মানিক মিয়ার ভাই মান্নান জমিতে গিয়ে আইল (সীমানা) কাটলে নবাব আলীর ছেলে ডালিম বাধা দেন। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে এক পরিবারের ছয়জন ও অপর পরিবারের চারজন আহত হন।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দু’পক্ষের ৯ জন রোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement