৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নওগাঁয় বিএনপি প্রার্থীর ওপর হামলা আহত ১০

-

আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ পৌরসভা নির্বাচন। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শনিবার রাতে হামলা ও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হামলায় বিএনপির প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ এলাকায় গণসংযোগ চালানোর সময় বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান। এ সময় বলা হয়, শনিবার বিকেল ৫টা থেকে নওগাঁ পৌরসভার ২ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার জনকল্যাণ মোড় থেকে পায়ে হেঁটে গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী ও সমর্থকেরা। রাত ৮টার দিকে নওজোয়ান মাঠের উত্তরপাশে কাঁচাবাজার এলাকায় প্রচারণা চালানোর সময় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আসা হেলমেটধারী ২০-২৫ যুবক বিএনপি প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি প্রার্থী নজমুল হক সনি, তার ছেলে সাদমান নিলয়, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস শুকুর, সদস্য এ টি এম ফিরোজ হোসেন, আকলাকুর রহমান ও আব্দুল হাকিম, নওগাঁ জেলা জাসাস সাধারণ সম্পাদক এম কে ইকবাল, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, নওগাঁ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা যুবদলের দফতর সম্পাদক ময়নুল হক আহত হন। বিএনপির অন্য নেতাকর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় নওজোয়ান মাঠে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ও দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। একই রাতে শহরের দয়ালের মোড় ও জনকল্যাণ মোড় এলাকায় বিএনপির প্রচারক্যাম্প ভাঙচুর করে দুর্বৃত্তরা।


আরো সংবাদ



premium cement