২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


তানোরে ঋণগ্রস্ত হয়ে ধান ব্যবসায়ীর আত্মহত্যা

-

রাজশাহীর তানোরে এক ধান ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাতে তিনি নিজ ঘরের বারান্দায় তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন উপজেলার কয়েলহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেসবাহুল হক (২৭)। তিনি কয়েল বাজারের ধান ব্যবসায়ী ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মেসবাহুল হক দীর্ঘদিন ধরে ধানের ব্যবসায় করতে গিয়ে পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত ও দেউলিয়া হয়ে পড়েন। পাওনাদারদের ঋণের টাকার ভয়ে মাঝে মধ্যে বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতেন। গত রোববার রাতে আত্মহত্যা করেন তিনি।
এ নিয়ে তানোর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement