০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর

লালপুরে ফাতেমার পাশে জেলা প্রশাসক

-

পাঁচটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত ফাতেমার পাশে দাঁড়ালেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। গত বুধবার তার কার্যালয়ে লালপুর উপজেলার মেধাবি ছাত্রী ফাতেমা খাতুনকে ভর্তির জন্য দশ হাজার টাকা দেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে আরো আর্থিক সাহায্য দেয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতিও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৩ ডিসেম্বর ‘পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ফাতেমার’ শিরোনামে নয়াদিগন্তে একটি রিপোর্ট প্রকাশিত হয়। চলতি শিক্ষাবর্ষে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল চা-বিক্রেতার মেয়ে ফাতেমা। ফাতেমা নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মানবিক শাখায় জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করে। চলতি শিক্ষাবর্ষে সে রাজশাহীসহ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা লাভ করে।


আরো সংবাদ



premium cement