৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


লাকসামে তেলকলে আগুন কোটি টাকার ক্ষতি  

-

কুমিল্লার লাকসামে রাতে একটি তেলকলে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বুবধার রাত পৌঁনে ১২টায় শহরের পূর্ব-লাকসাম মহাশশ্মান সংলগ্ন ফরিদ সুপার মার্কেটে অবস্থিত মেসার্স ফারহানা অয়েল মিল নামে ওই তৈলকলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মার্কেটের নৈশপ্রহরী আবু ছায়েদ জানান, প্রথমে মার্কেটের অদূরে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট শব্দ হয়। পরক্ষণেই ফরিদ সুপার মার্কেটের ফারহানা অয়েল মিলে শব্দ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন মিলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী বেকারিতে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলকলের মেশিনপত্র, বড় বড় প্লাস্টিকের ড্রাম ভর্তি সরিষার তেল, কাঁচা সরিষা, তেল ভর্তি কন্টেইনার, বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্রসহ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মেসার্স ফারহানা অয়েল মিলের মালিক সৈয়দ ফরিদ সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে মিলের আসবাবপত্রসহ বেশির ভাগ অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার অধিক হবে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে লাকসাম থানায় জিডির প্রস্তুতি চলছিল বলে তিনি জানান। তিনি আরো জানান, ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে এক কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। মিলে প্রায় ১৪ জন শ্রমিক-কর্মচারী কাজ করেন। অগ্নিকাণ্ডের ফলে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 


আরো সংবাদ



premium cement
বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সকল