৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রানীনগরে ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

-

নওগাঁর রানীনগরে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে আরো একটি ইটভাটার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ জরিমানা করা হয়। গত শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মহিউদ্দিন রানীনগর উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় জামালগঞ্জ নামক স্থানে মেসার্স কাফি ব্রিকসের লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে এস্কেবেটর মেশিন দিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেয়। একই এলাকার জেইটি ব্রিকস্ নামের আরো একটি ইটভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরো সংবাদ



premium cement