২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


হবিগঞ্জের সায়হাম টেক্সটাইলে অগ্নিকাণ্ড

-

হবিগঞ্জের নোয়াপাড়ায় অবস্থিত সায়হাম কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ১২টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই কটন মিলের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা কটন মিলের অন্যান্য সেকশনে ছড়িয়ে পড়ে। প্রথমে মাধবপুর ফায়ার সার্ভিস, পরে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। গতকাল মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সায়হাম কটন মিলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদসহ প্রশাসনের কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞ কমিটি করে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন সায়হাম কটন মিলের এক কর্মকর্তা।

 


আরো সংবাদ



premium cement