০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মৌলভীবাজারে আকস্মিক বন্যায় ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ বন্যাকবলিত ৬৬ মাধ্যমিক বিদ্যালয়

-

মৌলভীবাজারে আকস্মিক বন্যার কারণে জেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। রমজানের দীর্ঘ ছুটির পর গত ১৯ জুন থেকে এসব বিদ্যালয়ে পাঠদান শুরু হলেও বন্যাকবলিত এলাকায় শিক্ষাকার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে ৩২ হাজার ছাত্রছাত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যাকবলিত মৌলভীবাজার সদরে আটটি, রাজনগরে নয়টি, কুলাউড়ায় সাতটি, কমলগঞ্জে তিনটিসহ বন্যাকবলিত তিনটি উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অন্য দিকে সদর উপজেলায় ১৪টি, রাজনগরে ২৩টি, কুলাউড়ায় ৫২টি, কমলগঞ্জে তিনটিসহ ৯২টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আকস্মিক বন্যায় একাধিক গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। এতে যোগাযোগব্যবস্থার বিপর্যয় ঘটেছে। কোনো কোনো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকার বিদ্যালয়গুলোতে কাদা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। পাঠদানের পরিবেশ এখনো ফিরে আসেনি। ২৭টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। এ ছাড়া কোমলমতি শিশুদের নানা ঝুঁকির কথা চিন্তা করে কর্তৃপক্ষ বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, জেলার মাধ্যমিক পর্যায়ের ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যায় জেলার সাতটি উপজেলার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় বন্যাকবলিত হয়। তবে আমাদের বিদ্যালয় খোলার সাথে সাথে পাঠদান শুরু করা যাবে। ২৩ জুন থেকে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো খোলা হবে। এর মধ্যে বিদ্যালয়ে আশ্রয় নেয়া দুর্গতরা বিদায় নেবে। আমাদের পাঠ দান শুরু করতে কোনো সমস্যা হবে না।

 


আরো সংবাদ



premium cement
সখীপুরে বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ, দুর্ভোগে শিক্ষার্থীরা মেসির ৫ এ্যাসিস্ট ও ১ গোলের সাথে সুয়ারেজের হ্যাটট্রিকে মিয়ামির বড় জয় ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবকের যাবজ্জীবন বার্সার হারে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি

সকল