৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আগৈলঝাড়ার গৈলা ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের আশায় মরিয়া এক ডজন প্রার্থী

-

নির্বাচন কমিশন (ইসি) বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনায়ন পেতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এ উপলক্ষে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী যাচাই বাছাই নিয়ে চলছে অন্তর্দ্বন্দ্ব। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ সুযোগ কাজে লাগাতে চায়। সেেেত্র বিএনপি একজন দলীয় প্রার্থী দেয়ার চেষ্টা করছে বলে জানান উপজেলা বিএনপির প্রথম সারির একাধিক নেতা। আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের েেত্র আবুল হাসানাতের (এমপি) মতামতই মূল। তবে অনেকেই কৌশলে নিজের পে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে একাধিক প্রার্থীকে তাদের পে ড্যামি হিসেবে টেনে বের করছেন।
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান আজাদ, আব্দুল্লাহ লিটন, ইলিয়াস শরীফ, গৈলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সাগর সেরনিয়াবাত রয়েছেন।
উপজেলা বিএনপির প্রথম সারির একাধিক নেতা জানান, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ডা: মাহাবুবুল ইসলাম (মাহবুব), নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একজন দলীয় প্রার্থী দেয়ার চেষ্টা করছে।
সব মিলিয়ে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় একডজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় পার্টি (এরশাদ) নেতারা জানান, তারাও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী দেবেন।
গত ১২ মে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের মৃত্যুর পর পদটি শূন্য হওয়ায় গত ১০ জুন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান স্বারিত আদেশে ঘোষিত তফসিলে জানা গেছে রিটার্নিং অফিসারের কাছে অথবা অনলাইনে মনোনায়ন ২৪ জুন পর্যন্ত দাখিল করা যাবে। মনোনায়ন যাচাই-বাছাই ২৬ জুন। প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই ও ভোটগ্রহণ ২৫ জুলাই।


আরো সংবাদ



premium cement