২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পূর্ব অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়বৃষ্টিতে নিহত ৮

- ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলসে গত দু’দিন ধরে ভয়াবহ ঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও কুইন্সল্যান্ডে ৯০ হাজার মানুষের কাছে বিদ্যুৎ নেই।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুইন্সল্যান্ডের কাছে গ্রিন আইল্যান্ডে নৌকা ডুবে তিনজন মারা গেছেন। নৌকায় ১১ জন ছিলেন। তারা মাছ ধরতে গিয়েছিলেন। আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জীবনের আশঙ্কা নেই।

কুইন্সল্যান্ডে বন্যার জলে ভেসে গিয়ে মারা গেছেন এক নারী ও একটি নয় বছরের মেয়ে। গাছ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। ক্যাম্পগ্রাউন্ডে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আগে থেকেই সাবধান করে দিয়েছিল, বৃষ্টির ফলে নদী ও নালার জল হঠাৎ বেড়ে গিয়ে আশপাশের এলাকা ভাসাতে পারে। ছুটির সময় অনেকেই এখানে ক্যাম্পিং করেন।

কুইন্সল্যান্ডের জরুরি পরিষেবার ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ জানিয়েছেন, তাদের দফতরের কর্মীরা সব জায়গা ঘুরে দেখছেন। মানুষকে সতর্ক করছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে এখন অনেক দেশেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে অনেক দেশেই।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টি কমবে। তবে ভিক্টোরিয়াতে এখনো বন্যার সতর্কতা জারি আছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব তটভূমিতে এখনো ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। অন্যত্র বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।

ডিসেম্বরের গোড়ায় ঘূর্ণিঝড় জেসপারের প্রকোপে কুইন্সল্যান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

সকল