১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


পূর্ব অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়বৃষ্টিতে নিহত ৮

- ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলসে গত দু’দিন ধরে ভয়াবহ ঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও কুইন্সল্যান্ডে ৯০ হাজার মানুষের কাছে বিদ্যুৎ নেই।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুইন্সল্যান্ডের কাছে গ্রিন আইল্যান্ডে নৌকা ডুবে তিনজন মারা গেছেন। নৌকায় ১১ জন ছিলেন। তারা মাছ ধরতে গিয়েছিলেন। আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জীবনের আশঙ্কা নেই।

কুইন্সল্যান্ডে বন্যার জলে ভেসে গিয়ে মারা গেছেন এক নারী ও একটি নয় বছরের মেয়ে। গাছ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। ক্যাম্পগ্রাউন্ডে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আগে থেকেই সাবধান করে দিয়েছিল, বৃষ্টির ফলে নদী ও নালার জল হঠাৎ বেড়ে গিয়ে আশপাশের এলাকা ভাসাতে পারে। ছুটির সময় অনেকেই এখানে ক্যাম্পিং করেন।

কুইন্সল্যান্ডের জরুরি পরিষেবার ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ জানিয়েছেন, তাদের দফতরের কর্মীরা সব জায়গা ঘুরে দেখছেন। মানুষকে সতর্ক করছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে এখন অনেক দেশেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে অনেক দেশেই।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টি কমবে। তবে ভিক্টোরিয়াতে এখনো বন্যার সতর্কতা জারি আছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব তটভূমিতে এখনো ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। অন্যত্র বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।

ডিসেম্বরের গোড়ায় ঘূর্ণিঝড় জেসপারের প্রকোপে কুইন্সল্যান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে! বরের বয়স ১০০, কণের ৯৬! সিনেমার গল্পকেও হার মানানো প্রেমকাহিনী কোহলির দুরন্ত ইনিংস, পাঞ্জাবকে হেলায় হারাল বেঙ্গালুরু আত্মসম্মানে আঘাত, অধিনায়কত্ব ছাড়ছেন রাহুল! দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন চলতি বছরেই শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অস্ত্রের চালান স্থগিত, যুক্তরাষ্ট্রকে যা বলল ইসরাইল রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় : হোয়াইট হাউস দুর্নীতির স্বর্ণরেণু, বিন্দু থেকে যেভাবে সিন্ধু মিসরে মুসলিম ব্রাদারহুডের ভবিষ্যৎ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল

সকল