২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জরুরি বন্যা সতর্কতা জারি

অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জরুরি বন্যা সতর্কতা জারি - সংগৃহীত

অষ্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড রাজ্যের কিছু অংশে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় জাসপারের কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে রোববার এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস ব্যারন নদী, ডেনট্রি নদী, হার্বাট নদী, জনস্টন নদী ক্যাচমেন্ট, মূলগ্রেভ নদী এবং টুলি ও মারে নদীর জন্যে বড়ো ধরনের বন্যা সতর্কতা জারি করে।

প্রবল বৃষ্টির কারণে আথারটন টেবিলল্যান্ডস থেকে উপকূলের দিকে আরো পানি প্রবাহিত হওয়ায় নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বাসিন্দাদের উঁচু জায়গায় অথবা ভবনের উপরের তলার দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় জাসপার বুধবার গভীর রাতে কুইন্সল্যান্ডের ফার নর্থে আঘাত হানে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement