৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল জার্মানি

- ছবি : ডয়চে ভেলে

শীতকাল শেষ হওয়ায় সাতটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। উৎপাদক প্রতিষ্ঠান আরডাব্লিউই ও এলইএজি রোববার এই তথ্য দিয়েছে।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমাতে চেয়েছে জার্মানি। তাই শীতের সময় গ্যাস সংকটের প্রভাব কমাতে সরকার বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করেছিল। আর বাকি দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চালু রাখা হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জার্মানি কয়লার উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করেছে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়। এতে করে জ্বালানির মূল্য বাড়া শুরু করেছিল। এর সমাধান হিসেবে জার্মানি কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো ও বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছিল।

কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমাও বাড়িয়েছিল বার্লিন। সবশেষ তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গত এপ্রিলে বন্ধ করা হয়।

কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবুজ দলের সাংসদ ক্যাথরিন হেনেব্যার্গার।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement