২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন - ছবি : সংগৃহীত

চীন ২০২৩ সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭.২ শতাংশ করছে। গত বছর এটি ছিল ৭.১ শতাংশ।

দেশটির নামে মাত্র পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট থেকে এ কথা জানা গেছে।

এতে বলা হয়েছে, চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।
অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে। তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের। বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরো অনেক বেশি।

এদিকে চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনো অনেক কম। যুক্তরাষ্ট্র চলতি বছর সামরিক খাতে ৮০০ বিলিয়ন ডলার ব্যয় করছে।

উল্লেখ্য, গত বছর তাইওয়ানকে ঘিরে দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছিল।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement