২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মালদ্বীপে আগুন : বাংলাদেশীসহ ১০ জনের মৃত্যু

মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড। - ছবি : সংগৃহীত

মালদ্বীপের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশী নাগরিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ভারতীয় বলে জানা গেছে।

সংবাদসংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপের রাজধানী মালের লজে এ ঘটনা ঘটে। এতে মোট ১০ জনের মৃত্যু হয়। যার মধ্যে ৯ জন ভারতীয় শ্রমিক এবং অপরজন বাংলাদেশী শ্রমিক।

এএফপির প্রতিবেদন সূত্রে ফায়ার সার্ভিস জানায়, মলদ্বীপের রাজধানী মালের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে আগুন লাগে। ওই আবাসনের নিচে গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। ধীরে ধীরে উপরের দিকে গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। উপরের তলা থেকে কমপক্ষে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই আবাসনের আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা লেগেছে। ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই আবাসনে বিদেশী শ্রমিকরা ঠাসাঠাসি করে থাকতে বাধ্য হতেন।

অপর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপির প্রতিবেদনে জানানো হয়, লাশের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। অপরজন বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় নিয়ে আপাতত কিছু জানানো হয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement