২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলের রামাত গান শহরে হামাসের রকেট হামলায় নিহত ১

ইসরাইলের রামাত গান শহরে হামাসের রকেট হামলায় নিহত ১ - ছবি সংগৃহীত

ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলীয় রামাত গান শহরে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার বিকেলে ৩০টি রকেট ছুঁড়েছে। হামাসের হামলায় অন্তত এক ইসরাইলি নিহত হয়।

গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় অন্তত আট শিশু ও দু’মহিলা নিহত হওয়ার পর হামাস এই হামলা চালালো। আরব-ইসরাইল শহর তাইবে এবং পশ্চিম তীরের রামাল্লাহ ও তুলকারেম শহরেও হামাস রকেট হামলা চালায়।

এদিকে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা সেনারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গাজা থেকে এ ড্রোন ইসরাইলে প্রবেশ করেছিল।

শুক্রবার রাত ও শনিবার সকালে হামাস বহু সংখ্যক রকেট ছোঁড়ে। ইসরাইল ও হামাসের মধ্যে হামাস জোরালো হামলা চালায়। শক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত প্রায় ২০০ রকেট ছুঁড়েছে। আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কিছৃ রকেট ভূপাতিত করে বলে দাবি করেছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement