২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বের বৃহত্তম বসতবাড়ি, থাকেন ১০ হাজার মানুষ

বিশ্বের বৃহত্তম বসতবাড়ি, থাকেন ১০ হাজার মানুষ - ছবি : সংগৃহীত

এমন অনেক দেশ রয়েছে, যার একটা শহর বা গ্রামে সাকূল্যে দু-পাঁচ শ' বা বড়জোর দু-পাঁচ হাজার মানুষ বসবাস করেন। এমন কিছু পরিবার গিনেস বুকে ঠাঁই পেয়েছে, যার সদস্য সংখ্যা বড়জোর শ’খানেক। কিন্তু হংকংয়ের কুয়েরিবে এলাকায় এমন একটি বাড়ি রয়েছে,যাতে অন্তত ১০ হাজার মানুষ থাকেন। এক ছাদের নিচে এতবেশি মানুষ কোনো বহুতল আবাসনেও থাকে না। সেই নিরিখে বলা চলে, হংকংয়ের এই বিল্ডিং নিজেই একটা আস্ত গ্রাম বা শহর। সমীক্ষায় জানা গেছে, এটাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন।

হংকংয়ের কুয়েরিবে সম্পর্কে জানা যায়, ১৯৬০ সালে প্রথম এটি নির্মিত হয়। ৬০ বছর আগে এটা একটা মাত্র বিল্ডিং ছিল। পরে পরে এ রকম ৫টি বিল্ডিং একসঙ্গে সংযুক্ত হয়। ৬ দশক ধরে এভাবেই বিল্ডিংটা ক্রমশ সম্প্রসারিত হতে হতে এই জায়গায় এসে পৌঁছয়। দৈত্যকার বিল্ডিংটিতে মোট ২ হাজার ২৪৩টি রুম আছে। অধিকাংশই মধ্যবিত্ত মানুষ এখানে থাকেন।
সূত্র : পূবের কলম


আরো সংবাদ



premium cement