২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কেউ ইচ্ছাকৃতভাবে গা ঘেষে দাঁড়ালে হতে পারে কারাদন্ড

কেউ ইচ্ছাকৃতভাবে গা ঘেষে দাঁড়ালে হতে পারে কারাদন্ড - ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে শুক্রবার ঘোষিত নতুন কঠোর আইনের আওতায় কেউ ইচ্ছাকৃতভাবে কারো গা ঘেঁষে দাঁড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড হতে পারে।

সিঙ্গাপুর করোনাভাইরাস মোকাবেলায় নতুন আরও অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বার, সিনেমাহল এবং বৃহৎ পরিসরের অনুষ্ঠান বন্ধ করা।

এসব পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা। এক্ষেত্রে এক মিটারের (৩ ফুট) কম দূরত্বে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

আইন অনুযায়ী সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে লোকজনকে ইচ্ছাকৃতভাবে অতি গা ঘেষে দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে বা জনসমাগমস্থলে সিটে বসার ক্ষেত্রে পরস্পরকে কমপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

কেউ এই আইন ভঙ্গ করলে তার সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড এবং সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।

এ সপ্তাহের গোড়ার দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বনিম্ন এই দূরত্ব বজায় রাখার পদক্ষেপ আমাদেরকে অবশ্যই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।’

এ নগর রাষ্ট্রে ৬৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া এ মহামারী ভাইরাসে ৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং ২৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement