২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তুর্কি দূতাবাস-গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড : অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’-শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে গ্যালারি কসমস ও ঢাকায় অবস্থিত তুর্কি দূতাবাস।

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলে তুর্কি দূতাবাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আটজন বাংলাদেশী শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সেখানে আটজন শিল্পীর প্রত্যেকের বিভিন্ন মাধ্যমে তৈরি তিনটি অনন্য কাজ প্রদর্শন করা হয়েছে। শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, অনুকূল মজুমদার, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন ও সৌরভ চৌধুরী।

প্রদর্শনীতে এই শিল্পীদের মোট ২৪টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।

দিনব্যাপী এই প্রদর্শনীতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশ-বিদেশের শিল্প অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কসমস ফাউন্ডেশনের পরিচালক দিলশাদ রহমান।

এই উদ্যোগের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড : অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিল্প প্রদর্শনীতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। এই প্রদর্শনীর আয়োজন করা আমাদের জন্য আনন্দের। কসমস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদ খান এবং কসমস ফাউন্ডেশনের ডিরেক্টর মিসেস দিলশাদ রহমানকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার প্রস্তাবের জন্য।’

আজকের (শনিবার) প্রদর্শনী থেকে অনুপ্রাণিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে গ্যালারি কসমসকে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।’

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর ২৯ অক্টোবর আমাদের জাতীয় দিবসে, আমরা তুর্কি প্রজাতন্ত্রের শতবর্ষ উদযাপন করব। এ ছাড়া আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা উদযাপন করব তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। আমি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপনের অপেক্ষায় আছি।’

কসমস ফাউন্ডেশনের পরিচালক দিলশাদ রহমান বলেন, ‘আমি সম্মানিত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাতে চাই ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড : অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিরোনামের এই চমৎকার আর্ট ইভেন্টটি আয়োজন করার জন্য। এটি গ্যালারি কসমসের সাথে তুর্কি দূতাবাসের দ্বিতীয় সহযোগিতা, যেখানে আটজন বিশিষ্ট শিল্পী অংশ নিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও তরস্কের সম্পর্ক খুব শক্তিশালী এবং তুর্কি আমাদের দীর্ঘদিনের বন্ধু। আমাদের গ্যালারি কসমস সম্পর্কে বলব, এটি শিল্পের জন্য অন্যান্য গ্যালারির থেকে অনেক আলাদা। আমরা শিল্প সংক্রান্ত আলোচনা, কর্মশালা, শিল্পের উৎপত্তি, শিল্প অনুদান এবং বিভিন্ন বিষয় নিয়ে আয়োজন করি।’

অনুষ্ঠানে দিলশাদ রহমান বলেন, ‘আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা তুর্কি আর্ট স্কুলগুলোর সাথে একটি বিনিময় (শিল্প) অনুষ্ঠান করব। আমি তার সমর্থনের জন্য এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী আমাদের সমস্ত শিল্পীদের পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানাই।’

গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরী এবং শিল্পী-শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।

গত বছর বাংলাদেশ-তুরস্ক ব্যবসায়িক প্ল্যাটফর্মে বাংলাদেশের যেসব নারী বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের সম্মান জানাতে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনীর আয়োজন করে যৌথভাবে তুরস্কের দূতাবাস ও গ্যালারি কসমস।

গত এক দশক ধরে সৃজনশীল মানুষের একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ গ্যালারি কসমস।

সেই লক্ষ্যে গ্যালারিটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিতে নিষ্ঠার সাথে কাজ করেছে, যা বাংলাদেশে অতুলনীয়।

‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’-এর মতো প্রচেষ্টার পাশাপাশি গ্যালারি কসমসের লক্ষ্য হলো গ্যালারি থেকে শিল্প সৃষ্টি করে শিল্পের অনুরাগীদের মধ্যে শৈল্পিক আনন্দ ভাগ করে নেয়া। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু?

সকল